ঢাকার দুই সিটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে: স্থানীয় সরকার মন্ত্রী

|

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

এডিস মশার প্রকোপ এখন কিছুটা কম। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও কমেছে, এমন দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

রোববার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভায় এ দাবি করেন তিনি। সভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা করার ওপর গুরুত্ব দেয়া হয়।

এ সময় তাজুল ইসলাম বলেন, আবার যদি থেমে থেমে বৃষ্টি হয়, তাহলে এডিসের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে নাগরিক সচেতনতার ওপর জোর দেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply