চাটমোহরে প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

|

পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহরে প্রায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ নাটোরের সদস্যরা। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-মৃত কহির উদ্দিন প্রামানিকের ছেলে নায়েব আলী (৩৬), মৃত আতাহার প্রামানিকের ছেলে হাবিল উদ্দিন (৩৭) ও মন্টু প্রামানিকের স্ত্রী হাফিজা খাতুন (৩০)। এদের সবার বাড়ি চাটমোহর উপজেলার ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুদ্দোজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৫ নাটোরের এএসপি আজমল হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার সকালে নাটোর-পাবনার সীমান্তবর্তী গ্রাম চাটমোহরের ছাইকোলা চৌরাস্তা এলাকা থেকে প্রথমে নায়েব আলী ও হাবিল উদ্দিনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হাফিজা খাতুনকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩টি মোবাইল।

এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে আটককৃতদের চাটমোহর থানায় সোপর্দ করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply