মেক্সিকোর সীমান্তে লরি উল্টে নিহত কিউবার ১০ অভিবাসনপ্রার্থী

|

মেক্সিকোর পিজিজিয়াপান, চিয়াপাসে একটি ট্রাক দুর্ঘটনায় বেশ কয়েকজন কিউবান অভিবাসী মারা গেছেন। উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। ছবি: রয়টার্স।

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কিউবার ১০ অভিবাসনপ্রার্থীর। রোববার (১ অক্টোবর) ঐ ঘটনায় আরও ২৫ আরোহী গুরুতর আহত। খবর রয়টার্স’র।

উদ্ধারকর্মীরা জানান, গুয়াতেমালা সীমান্তের কাছেই লরিটি বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার একপাশে কাৎ হয়ে পড়ে। নিহতের মধ্য রয়েছে এক শিশু। বাকিরা সবাই নারী।দুর্ঘটনার পরই, পালিয়ে গেছে ট্রাক চালক।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, দ্রুতগতিতে যানটি চালানোর সময়ই নিয়ন্ত্রণ হারান ড্রাইভার। মূলত, এ পথেই যুক্তরাষ্ট্র অনুপ্রবেশ ঘটান অভিবাসনপ্রার্থীরা। তাই নিরাপত্তা বাহিনীর কাছে ধরা পড়ার ভয়ও ছিলো। মাত্র দু’দিন আগেই মার্কিন সীমান্তের কাছে দুর্ঘটনায় পড়ে আরেকটি লরি। প্রাণ হারান দুই অভিবাসনপ্রার্থী। উদ্ধার হন ৫২ জন।

এআই/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply