খালেদা জিয়া সুস্থ হলে কোটি মানুষ রাস্তায় নামবে: ফখরুল

|

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেঁচে থাকতে বেগম খালেদা জিয়াকে আর রাজনীতি করতে দিতে চায় না সরকার। খালেদা জিয়া সুস্থ হলে কোটি মানুষ রাস্তায় নামবে, তখন তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ এখন সেই ভয় পায়।

সরকার পতনের ১ দফা দাবিতে সোমবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসনকে হত্যা করতে চায় অনির্বাচিত ও গণবিরোধী সরকার। প্রতারণা করে আইনের ভুল ব্যাখা দিয়ে বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। এরা (আওয়ামী লীগ) ভীতু, কারুপুষ। তারা দেশে কোনো বিরোধী দল চায় না।

আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তাদের লোকেরাই মুনাফা ভোগ করে। শুধু কৃষক নয়, কেউই ন্যায্য মূল্য পায় না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply