শিগগিরই ইউক্রেনে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান

|

শিগগিরই ইউক্রেনে বৈঠকে বসবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। এমনটি জানিয়েছেন ইউক্রেন সফররত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। বিবিসি।

জোসেফ বোরেল বলেন, যুদ্ধের বাস্তবচিত্র আসলে কী, আরও সহায়তা প্রয়োজন কিনা কিংবা এখন পর্যন্ত যে সহায়তা করা হয়েছে তা কতটুকু কার্যকর এসব বিষয়ে নিয়ে আমাদের বৈঠক হয়েছে। আমি প্রতিরক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি। বিশেষ করে ইউক্রেনীয় সেনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ এবং প্রয়োজনী সরঞ্জাম সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছি। আমরা আমাদের পক্ষ থেকে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবো। দ্রুতই ইউক্রেনে বৈঠকে বসবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা।

এদিকে, ইউক্রেনের হাইমার্স থেকে রুশ সামরিক অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চলছে। পাল্টা জবাব দিতে ইউক্রেনের সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালায় রাশিয়া। মস্কো বলছে, অভিযানে হাইমার্স রকেটসহ ইউক্রেনের ৩৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলা হয় খেরসনেও। অন্যদিকে কিয়েভের দাবি তাদের হামলায় ধ্বংস হয়েছে ১৬টি রুশ ড্রোন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply