জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষে অবস্থান করছে, এই সুনাম ধরে রাখতে হবে। সেনা সদস্যদের প্রতি এমনটাই আহবান জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম সেনানিবাসে ৪টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রত্যেক সদস্যকে সেবা ও ত্যাগের মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ এক নম্বরে অবস্থান করছে। এই অর্জন আমাদের একদিনে হয়নি। এটার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি, অনেক ত্যাগ করেছি। পেশাদারিত্বের প্রত্যাশিত মান অর্জনের মাধ্যমে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোন হুমকি মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ১টি ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১টি ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ২টি পদাতিক ব্যাটালিয়ন কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।
/এএম
Leave a reply