রাষ্ট্রীয় মর্যাদায় নিজ দেশ ঘানায় সমাহিত হলেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। স্থানীয় সময় বৃহস্পতিবার ছিলো তার শেষকৃত্য অনুষ্ঠান।
অন্ত্যষ্টিক্রিয়ায় যোগ দেন জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, দেশটির প্রধানমন্ত্রী, আফ্রিকার বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক কূটনীতিকরা। পরিবার-স্বজন এবং আমন্ত্রিত অতিথিসহ প্রায় ৬ হাজার মানুষ ছিলেন শেষ বিদায়ে।
রাজধানী আক্রার সামরিক সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয়। এসময়, আন্তর্জাতিক এই ব্যক্তিত্বের কফিন ঘানার পতাকায় মোড়া ছিলো। গেলো ১৮ আগস্ট সুইজারল্যান্ডের একটি হাসপাতালে ৮০ বছর বয়সে মারা যান কফি আনান।
দুই দফায় জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালনকারী কফি আনান ২০০১ সালে লাভ করেন নোবেল শান্তি পুরস্কার। সর্বশেষ তিনি রোহিঙ্গা শরণার্থীদের ওপর সেনা নিপীড়নের ঘটনা তদন্তের দায়িত্বে ছিলেন।
যমুনা অনলাইন:এফএম
Leave a reply