মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো লড়বেন আবদেল ফাত্তাহ্ আল সিসি

|

মিশরের গিজার ডোকি জেলার আল গালা স্কোয়ারে আসন্ন ডিসেম্বরের নির্বাচনে প্রার্থীতা সমর্থন করার জন্য একটি সমাবেশের সময় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির ব্যানার সহ একটি গাড়ি। ছবি: আল জাজিরার।

মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো লড়তে যাচ্ছেন আবদেল ফাত্তাহ্ আল সিসি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে, প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রার্থীতা ঘোষণা করা রাজনীতিকরা এরইমধ্যে হয়রানির অভিযোগ তুলেছেন। মূলত তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। অর্থনৈতিক সংকট, রেকর্ড মুদ্রাস্ফীতি, স্থানীয় মুদ্রার দরপতনের মতো সংকটের মুখোমুখি মিসর।

এরমাঝেই, আগামী ডিসেম্বরের ১০ থেকে ১২ তারিখ হবে ভোটগ্রহণ। যাতে ভোটাধিকার প্রয়োগ করবেন সাড়ে ছয় কোটি মিসরীয়। তাছাড়া প্রবাসী ভোটাররা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দিতে পারবেন ভোট।

এর আগে, ২০১৩ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হঠিয়ে মসনদে বসেন সেনাশাসক সিসি। পরের বছর নির্বাচনের মাধ্যমে তিনি গ্রহণ করেন ক্ষমতা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply