ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মুক্তিপণ না দেয়ায় ফাতেহা আক্তার (৭) নামে এক শিশুকে হত্যার পর ডোবার পানিতে ফেলে রাখা হয়। সোমবার (২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের শুটকি কান্দি গ্রামের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফাতেহা আক্তার ওই গ্রামের প্রবাস ফেরত বাছেদ মিয়ার মেয়ে। এই ঘটনায় অভিযুক্ত দরিয়াদৌলত গ্রামের নাজিম (১৯) ও শুটকি কান্দি গ্রামের আলাউদ্দিনকে (২১) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ ছিল শিশুটি। পরে ফোন করে শিশুটির পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তবে কোনো মুক্তিপণ না দিয়ে বিষয়টি পুলিশকে জানালে তদন্ত শুরু করে তারা। সোমবার সন্ধ্যায় দুই তরুণকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশুটিকে হত্যার পর ডোবার পানিতে লুকিয়ে রাখার কথা জানায় অপহরণকারীরা। পরে রাতে ডোবা থেকে শিশু ফাতেহার মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় দুই তরুণকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির পরিবার থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এএম
Leave a reply