মিয়ানমারের কারাগার থেকে ফিরলেন ২৯ বাংলাদেশি

|

মিয়ানমারের বিভিন্ন কারাগারে কারাভোগ শেষে ২৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে টেকনাফ সীমান্ত দিয়ে তারা দেশে ফেরত আসেন।

ফেরত আসাদের মধ্যে রয়েছেন, কক্সবাজারের ২৩ জন, বান্দরবানের ৪ জন এবং রাঙ্গামাটির দুইজন। সীমান্ত পথে মিয়ানমারে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন সময় তাদের গ্রেফতার করে। পরবর্তীতে মিয়ানমারে বিচারিক প্রক্রিয়া শেষে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন, বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মহিউদ্দিন। ১০ সদস্যের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট সিতওয়ের কনসাল জাকির আহমেদ।

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন গত ২৭ সেপ্টেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. ইয়ার ফে’র সাথে সাক্ষাত করেন। সাক্ষাতে বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে তার সহযোগিতা কামনা করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৯ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে পাঠানো হলো।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply