রুশ ভূখণ্ডে ইউক্রেন ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে; অভিযোগ রাশিয়ার

|

রুশ ভূখণ্ডে ইউক্রেন ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে বলেছে অভিযোগ করেছে রাশিয়া।মঙ্গলবার (৩ অক্টোবর) ব্রায়ানস্ক অঞ্চলের স্থানীয় প্রশাসন এ অভিযোগ করে। খবর আল জাজিরার।

রুশ প্রশাসনের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় বেসামরিকদের ঘরবাড়িতে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করে একাধিক হামলা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানির কথা জানানো হয়নি। তবে মস্কোর অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য জানায়নি কিয়েভ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন জুড়ে জোরালো হামলা অব্যাহত রেখেছে মস্কো। সামরিক স্থাপনায় হামলা চালিয়ে বিপুল সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করা হয়েছে। সামরিক বাহিনীর ওপর হামলার পাশাপাশি বেসামরিক স্থাপনাকেও টার্গেট করেছে পুতিন বাহিনী। খেরসনের আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে রুশ হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে দু’জন। আহত আরও আটজন।

একই সময়ে ইউক্রেনজুড়ে ৩০টির বেশি ড্রোন ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এর মধ্যে ২৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply