সংঘাতে নাগোর্নো-কারাবাখ থেকে বাস্তুচ্যুত ৩০ হাজার শিশু: ইউনিসেফ

|

সংঘাতের পর, নাগোর্নো-কারাবাখ থেকে বাস্তুচ্যুত হয়েছে ৩০ হাজারের বেশি শিশু। সোমবার (২ অক্টোবর) অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউনিসেফ।

বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত লাখের বেশি মানুষ অঞ্চলটি ছেড়েছেন। তাদের মধ্যে অনেকেই পাড়ি জমিয়েছেন আর্মেনিয়ার সীমান্ত শহরগুলোতে। গৃহহীন হয়ে পড়ার কারণে সবচেয়ে বেশি দুর্দশায় পড়েছে শিশুরা।

ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়, বাস্তুচ্যুতদের মধ্যে খাবার, পানি এবং ওষুধের সংকট দেখা দিয়েছে। শিশু খাদ্যের সরবরাহও নেই। ফলে, এসব শিশু মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

এদিকে, সোমবারই নাগোর্নো-কারাবাখ পরিদর্শন করেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা পাঠানোর আশ্বাস দিয়েছেন তারা।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজাররিচ বলেন, সংঘাত কবলিত নাগোর্নো-কারাবাখে জাতিসংঘের একটি প্রতিনিধি দল সফর করেছেন। সেখানে বেসামরিক কোনো স্থাপনা, হাসপাতাল কিংবা স্কুল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কোনো আলামত পাননি তারা।

গত মাসেই, বিতর্কিত অঞ্চলটির দখলদারিত্ব নিয়ে চিরবৈরী দুই প্রতিবেশীর মধ্যে সংঘাত বাধে। এতে প্রাণ হারান অন্তত ২০০ মানুষ। পরে রাশিয়ার মধ্যস্থতায় এলাকাটির দখলদারিত্ব ছাড়ে আর্মেনিয়া। ঐতিহাসিকভাবেই নাগোর্নো-কারাবাখের মালিক মুসলিম রাষ্ট্র আজারবাইজান।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply