নেপালে বড় মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠলো দিল্লিও

|

নেপালে ৬ দশমিক ২ মাত্রার বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময়, মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৫১ মিনিটে অনুভূত হয় এই কম্পন। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য জানা যায়নি। এর কিছুক্ষণ পরই আরেকটি আফটার শক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ৭। খবর খালিজ টাইমসের।

জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তি হলো দেশটির বঝং জেলায়। ভূভাগের ৫ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।

এদিকে, এই ভূমিকম্পের কম্পন দিল্লিসহ ভারতের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে। কম্পনের কারণে দিল্লিতে কার্যালয়-ঘরবাড়ি ছেড়ে পথে নেমে আসেন সাধারণ মানুষ। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply