চুয়াডাঙ্গায় স্ত্রীকে হত্যা: স্বামীর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

|

চুয়াডাঙ্গা করেসপন্ডেন্ট:

চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের গৃহবধু সাদিয়া সুলতানা নয়নতারাকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক স্বামী আনোয়ার হোসেনের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। পরে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেন তারা।

মানববন্ধনে নিহতের স্বজনরা বক্তব্য রাখেন। তারা বলেন, আনোয়ার হোসেনকে অবিলম্বে আটক করে দ্রুতবিচার আইনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

প্রসঙ্গত, পারিবারিক কলহের জেরে সাদিয়া সুলতানাকে হত্যা করা হয় বলে তার স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠে। গত ২৬ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে ঘুম থেকে ডেকে তুলে মাথায় রড দিয়ে আঘাত তরে তাকে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে আনোয়ার হোসেন পলাতক। এই দম্পতির একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস টুনিকে (১৬) রড দিয়ে মাথায় আঘাত করেন তার বাবা। আহত টুনিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়েছে।

/এএস/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply