নাইজারে আইএস হামলায় নিহত অন্তত ২৯ সেনাসদস্য

|

আফ্রিকার দেশ নাইজারে জঙ্গি সংগঠন আইএস এর হামলায় কমপক্ষে ২৯ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। খবর আল জাজিরার।

মূলত, নাইজার-মালি সীমান্তে কয়েক বছর ধরেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আইএস। সেখানে সামরিক অভিযান চালাতে গেলেই পাল্টা হামলার ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এদিন ব্যাপক গোলাগুলিতে অর্ধ শতাধিক জঙ্গি সদস্য নিহত হয়েছে।

২০১২ সাল থেকেই নাইজার, মালি ও বুরকিনা ফাসোয় নিয়মিত হামলা চালাচ্ছে আইএস ও আল কায়েদা। চলমান সহিংসতা ৩ দেশেই তরাণ্বিত করছে জান্তা শাসনকে। সবশেষ ২৬ জুলাই নাইজারে সেনা অভ্যুত্থান হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply