ধর্মশালায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার বিশ্বকাপ অভিযান শুরু করার পালা। সেই লক্ষ্যে গুয়াহাটি ছেড়ে প্রথম দুই ম্যাচের ভেন্যু ধর্মশালায় গিয়ে পৌঁছেছে লাল-সবুজের দল। তবে গুয়াহাটি থেকে দলের সাথে যাননি অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার (৪ অক্টোবর) আহমেদাবাদে ‘ক্যাপ্টেন্স ডে’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাকিব ছুটে গেছেন আহমেদাবাদে। আহমেদাবাদের ওই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা। ওই অনুষ্ঠান শেষ করে আগামীকালই ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। একই মাঠে ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। এরআগে প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেলেও ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply