আটলান্টিক মহাসাগর থেকে ২৮০ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রস। মঙ্গলবার (৩ অক্টোবর) স্পেনের ক্যানারি আইল্যান্ডে পৌঁছান তারা। খবর বিবিসির।
রেডক্রসের দাবি, কাঠের নৌকায় সাগরে ভাসছিলেন এসব আরোহী। তারা সবাই সাব-সাহারা আফ্রিকার নাগরিক। উন্নত জীবনের খোঁজে ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাচ্ছিলেন তারা।
২০০৮ সালের পর একটি মাত্র নৌ-যানে বিপুল সংখ্যক মানুষকে উদ্ধারের এই ঘটনা রেকর্ড। সে বছর কাঠের নৌকা থেকে উদ্ধার করা হয়েছিল ২৩৪ জনকে। স্পেনের সরকারি তথ্য অনুসারে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৪ হাজার ৯৭৬ অভিবাসনপ্রার্থী পৌঁছেছেন ক্যানারি দ্বীপপুঞ্জে। যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম এর তথ্য অনুসারে, চলতি বছর এই রুটে ১৪০ অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।
এসজেড/
Leave a reply