জিম্বাবুয়ের স্বর্ণখনি ধস: প্রাচীন পদ্ধতির অভিযান, উদ্ধার হয়নি বহু শ্রমিক

|

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের স্বর্ণখনিতে দুর্ঘটনার ৫ দিন পরও উদ্ধার হয়নি আটকে পড়া ১০ শ্রমিক। ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও মঙ্গলবার (৩ অক্টোবর) মাত্র একটি মরদেহ বের করে আনতে সক্ষম হয়েছে উদ্ধারকারীরা। খবর রয়টার্সের।

পাঁচ দিন পেরিয়ে যাওয়ায় কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে আসছে প্রতিনিয়ত। অত্যাধুনিক সরঞ্জামের সংকট থাকায় প্রায় ২ হাজার ৩০০ ফুট গভীর খনিটি থেকে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে। প্রাচীন পদ্ধতিতেই চলছে অভিযান। চরম উদ্বেগ উৎকণ্ঠায় অপেক্ষা করছে স্বজনরা। বাড়ছে হতাশা।

গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে একটি পরিত্যক্ত খনিতে নামে ৪২ শ্রমিক। ধসের কারণে দেড়শ মিটার গভীরে আটকা পড়ে তারা। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও খনিটির ভেতরে আটকা পড়ে আছেন বেশ কয়েকজন।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জিম্বাবুয়েতে প্রায় ৪ হাজার খনি রয়েছে। তবে স্বর্ণসহ বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলনে এখনও ব্যবহার করা হয় প্রাচীন পদ্ধতিই। ফলে নিয়মিতই হয় দুর্ঘটনা। ২০১৯ সালে দেশটিতে একটি খনি ধসে ২৪ জনের মৃত্যু হয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply