প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের সিকিম রাজ্য। রুদ্রমূর্তি ধারণ করেছে তিস্তা নদী। এর তীব্র স্রোতে একটি সেনাঘাঁটি ভেসে গেছে। এতে নিখোঁজ হয়েছেন কমপক্ষে ২৩ সেনা সদস্য। খবর এনডিটিভির।
বুধবার (৪ অক্টোবর) সকালে সেনাবাহিনীর ‘ইস্টার্ন কমান্ড’ এ বিষয়ক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে জানানো হয়, বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লাচেন উপত্যকা। চাংদেং বাঁধ ভেঙে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৫-২০ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঐ অঞ্চলটিতে থাকা সেনাঘাঁটি ভাসিয়ে নিয়েছে প্রবল স্রোত। নিখোঁজ সেনাদের সন্ধানে তল্লাশি চলছে। তবে জীবিত উদ্ধারের ব্যাপারে আশঙ্কা রয়েছে বলে জানানো হয়।
এরই মধ্যে, জরুরি সতর্কতা জারি করেছে সিকিম প্রশাসন। ঘরবাড়ি-স্থাপনা ধ্বংসের পাশাপাশি বহু এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, গজলডোবা, দো-মোহনী, মেখালিগঞ্জের মতো নিচু এলাকা প্লাবিত হতে পারে। ঘটনাস্থল পরিদর্শনের পর উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।
এসজেড/
Leave a reply