পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

|

পাকিস্তান প্রধানমন্ত্রীর বাসভবনে স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে প্রাদেশিক হাউসগুলোকে গড়ে তোলা হচ্ছে জাদুঘর হিসেবে। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন, দেশটির শিক্ষামন্ত্রী শাফকাত মেহমুদ। তিনি বলেন, লাহোরের গভর্নর হাউজ হবে জাদুঘর ও আর্ট গ্যালারিতে। একই সঙ্গে একটি অংশে জনসাধারণের জন্য পার্ক গড়ে তোলা হবে। এছাড়া পাঞ্জাব হাউজ হবে পর্যটন কমপ্লেক্স। পাশাপাশি করাচি ও বেলুচিস্তানের গভর্নর হাউজ হবে জাদুঘর।

পাক শিক্ষামন্ত্রী আরো বলেন, আগের সরকারের রাজকীয় জীবনযাপনে দেশের জনগণ খুব বিরক্ত। জনগণের অর্থ যাতে অপচয় না হয় সেটা লক্ষ্য রাখা একটি সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন পরিচালনায় বছরে খরচ হয় ৪শ ৭০ মিলিয়ন রুপি। আর এই অর্থ সাশ্রয় করতে প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী ভবনে থাকছেন না। রাষ্ট্রীয় ব্যয় কমাতে গর্ভনররাও তাদের বাসভবনে থাকবেন না।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply