ফের কমলো স্বর্ণের দাম

|

প্রতীকী ছবি।

চার দিনের মাথায় দেশের বাজারে ফের কমানো হলো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তাতে এই মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ৯৭ হাজার ৪৪ টাকায়।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে এ দাম কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯২ হাজার ৬১২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৭৯ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৮১৬ টাকা কমিয়ে ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর সর্বশেষ স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাজুস। যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়। ওইবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ৯৮ হাজার ২১১ টাকা।

তার আগে, গত ২৭ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়া হয়েছিল, যা ২৮ সেপ্টেম্বর কার্যকর হয়। তাতে লাখের ঘর থেকে স্বর্ণের দাম নামে। তারও আগে গত ২৫ আগস্ট দাম বাড়িয়েছিল বাজুস। যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় এক লাখ এক হাজার ২৪৪ টাকায়।

এদিকে, স্বর্ণের দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা কিনতে খরচ হবে ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply