তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ ফুটবল বিশ্বকাপ

|

তিনটি মহাদেশের ছয়টি দেশে অনুষ্ঠিত হবে ২০৩০ ফুটবল বিশ্বকাপ। ফুটবল সমর্থকদের এমন খবর দিয়ে চমকে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। খবর বিবিসির।

বিশ্বকাপের মূল আয়োজক দেশ হিসেবে ইউরোপের পর্তুগাল ও স্পেন এবং একইসাথে এই দুই দেশের কাছাকাছি অবস্থিত আফ্রিকা মহাদেশের মরক্কোর নাম ঘোষণা করেছে ফিফা। এছাড়া বিশ্ব ফুটবলের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম বিশ্বকাপের আয়োজক উরুগুয়েতে। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষপূর্তি হতে যাচ্ছে।

টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে মূল আয়োজক হিসেবে থাকা পর্তুগাল, স্পেন ও মরক্কোতে। আগামী বছর ফিফা কংগ্রেসে এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হবে বলে জানা গেছে।

এদিকে, বিশ্বকাপ এভাবে ছড়িয়ে ছিটিয়ে হতে যাওয়ার সিদ্ধান্তে নাখোশ অনেক সমর্থক। ফুটবল সাপোর্টার্স ইউরোপ নামের একটি সংগঠন এর নিন্দা জানিয়ে বলেছে, এর মধ্য দিয়ে গ্রেটেস্ট টুর্নামেন্ট অব দ্যা আর্থকে বিভক্ত করে ফেলছে ফিফা।

যদিও ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করেন, বিভক্ত এই বিশ্বে সবাইকে এক করছে ফুটবল।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply