মজুরি বৃদ্ধি ও উন্নত কর্ম পরিবেশের দাবিতে নজিরবিহীন ধর্মঘট করছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীরা। বুধবার (৪ অক্টোবর) শুরু হয় তিন দিনের প্রতিবাদ কর্মসূচি। এতে যোগ দেন আটটি ইউনিয়নের প্রায় ৭৫ হাজার স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে আছেন নার্স, ল্যাব টেকনিশিয়ান ও ফার্মাসিস্টরা। খবর রয়টার্সের।
মূলত স্বাস্থ্যকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান কাইজার পার্মানেন্ট থেকে নিয়োগকৃত কর্মীরাই যোগ দিয়েছেন এই কর্মসূচিতে।ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলসসহ বিভিন্ন শহরে র্যালিতে অংশ নেয় শত শত স্বাস্থ্যকর্মী। তাদের দাবি, কাজ অনুযায়ী পারিশ্রমিক দেয়া হয় না তাদের। অতিরিক্ত কর্মঘণ্টার জন্যও বাড়তি মজুরি মেলে না।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় আন্দোলন হিসেবে দেখা হচ্ছে এই ধর্মঘটকে। স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ চললেও চালু রয়েছে জরুরি সেবা। চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন।
এসজেড/
Leave a reply