রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান দেশে পৌঁছেছে। রাশিয়া থেকে আমদানি করা এই পারমাণবিক জ্বালানি বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায়।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছায় ইউরেনিয়ামের প্রথম চালান। পরদিনই বিশেষ নিরাপত্তায় এই জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সড়ক পথে নেয়া হয়।
আনুষ্ঠানিকভাবে আজ এই জ্বালানি হস্তান্তর করা হবে বাংলাদেশের কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হবেন এ আয়োজনে। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হবে বাংলাদেশ।
রাশিয়ার সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। প্রকল্পটির ৯০ ভাগ অর্থায়ন হচ্ছে রাশিয়ার ঋণে। ১০ ভাগের জোগান দিচ্ছে সরকার। এই বিদ্যুৎকেন্দ্র তৈরি হলে এর দুইটি ইউনিট থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
/এসজেড/এমএন
Leave a reply