নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

|

রেপো রেট বা নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সাড়ে ৬ শতাংশ থেকে বাড়িয়ে নতুন হার ধরা হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

এর ফলে, কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো ব্যাংক টাকা ধার করলে তার সুদহার বাড়বে। পাশাপাশি, ব্যাংকের আমানত ও ঋণের সুদও বাড়বে। তাই কিছুটা সংকোচনমুখী মুদ্রা সরবরাহের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক।

তবে, এর সুবাদে ব্যাংকে আমানত রাখতে উৎসাহী হতে পারে গ্রাহক। এর আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা মহল থেকে রেপো রেট বাড়ানোর পরামর্শ এলেও কিছুটা দেরিতে এই সিদ্ধান্ত আসলো।

চলতি বছরে এর আগে নীতি সুদহার দুই দফা বাড়ানো হয়। এদিকে, ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে বাংলাদেশে ব্যাংকের আলোচনা চলছে। এ সংক্রান্ত পর্যালোচনা করতে ঢাকা সফর করছে আইএমএফের প্রতিনিধি দল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply