ভালো শুরুর পর ফিরলেন মালান-বেয়ারস্টো

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছে ইংল্যান্ড। যদিও পাওয়ারপ্লে’র মধ্যে ওপেনার ডেভিড মালানের উইকেট হারিয়েছে থ্রি লায়ন্সরা। মালান ফিরলেও আরেক ওপেনার জনি বেয়ারস্টোর আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ারপ্লে’তে ৫১ রান তুলে ইংলিশরা। তবে বেশি আক্রমণাত্মক হয়ে খেলতে গিয়ে বেয়ারস্টো ফিরেছেন সাজঘরে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড দলের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। ব্যাটিংয়ে নেমে ছক্কা মেরে রানের খাতা খুলেন ইংলিশ ওপেনার বেয়ারস্টো। বোল্টের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগের উপর দিয়ে সীমানা ছাড়া করেন তিনি। একপ্রান্তে বেয়ারস্টো আক্রমণাত্মক ব্যাটিং করলেও, অন্যপ্রান্তে কিউই বোলারদের সামলাতে হিমশিম খাচ্ছিলেন আরেক ওপেনার মালান। নিজের প্রথম ওভার থেকেই বাঁহাতি এ ব্যাটারের বিপক্ষে দারুণ বল করেন ম্যান হেনরি। যার সুফল হিসেবে পান মেইডেন ওভার।

মালানকে ফিরিয়ে কিউইদের প্রথম ব্রেক-থ্রু এনে দেন ম্যাট হেনরি। এই কিউই পেসারের গুড লেন্থের বল মালানের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক টম লাথামের হাতে ধরা পরে। ইংলিশ ওপেনার প্যাভিলিয়নে ফেরার আগে ২৪ বলে ২ বাউন্ডারিতে করেন ২৪ রান। এরপর উইকেটে এসে বেয়ারস্টোকে সঙ্গ দেন জো রুট।

ইনিংসের ১৩ তম ওভারের পঞ্চম বলে কিউই স্পিনার মিচেল স্যান্টনারের বলে উরিয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ডেরিল মিচেলের হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন বেয়ারস্টো। ইংলিশ ওপেনার প্যাভিলিয়নে ফেরার আগে ৩৫ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ রান করেন বেয়ারস্টো।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৯ রান। জো রুট ব্যাট করছেন ১৯ রানে এবং হ্যারি ব্রুক আছেন ১১ রানে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply