অনলাইন গেমিং কাণ্ডে রণবীরকে গোয়েন্দা অধিদফতরে তলব

|

বলিউডের হার্টথ্রব নায়ক রণবীর কাপুর। প্রথম সারির নায়কদের তালিকায় নাম লেখাতে নিজেকে প্রমাণ করেছেন দর্শকদের সামনে। এবার আইনি জটিলতায় ফেঁসে যাচ্ছেন তিনি। অনলাইন গেমিংকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে তলব করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শুক্রবার (৬ অক্টোবর) ইডির দফতরে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে রণবীরকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রণবীর ছাড়াও ইডির স্ক্যানারে রয়েছেন আরও ১৫-২০ জন তারকা। সেই তালিকায় নাম রয়েছে গায়ক আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিং, নেহা কাক্কার। রয়েছেন টাইগার শ্রফ, এলি আব্রাম, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতী খরবান্দা, নুসরত ভারুচার মতো নামকরা শিল্পীরা।

এর আগে, সানি লিওন দোষী হয়েছিলেন একই দোষে। তিনিও সৌরভের বিয়েতে দাওয়াত পেয়েছিলেন। স্বামী সন্তান নিয়ে বেশ সেজুগুজে বিয়ে খেতে গিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান রণবীর। এরপর একধিক হিট সিনেমা দিয়ে চলেছেন তিনি। বর্তমানে তাকে বলিউডের ‘রকস্টার’ বলা হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply