তিস্তা ইস্যুতে বাংলাদেশ-ভারত নীতিগতভাবে একমত হলেও কিছু কারণে আটকে আছে। তবে, সময়মতো সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেটে ৪ দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ডিপ্লোম্যাটিক নয়, সব প্রতিবন্ধকতা দূর করতে দুই দেশ একসাথে কাজ করছে। বড় সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হচ্ছে। সুসম্পর্ক বজায় রেখে ব্যবসা-বাণিজ্য-সংস্কৃতির উন্নয়নে এগিয়ে যাচ্ছে দু দেশ।
এর আগে, ৪ দিনব্যাপী সংলাপের উদ্বোধন করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এতে ভারতের সংসদ সদস্য ও রাজনীতিবিদরা অংশ নেন।
/এমএন
Leave a reply