মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অনুমোদন দিলেন বাইডেন

|

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি: রয়টার্স

অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের অনুপ্রবেশ ঠেকাতে এবার মেক্সিকো সীমান্তের একটি অংশে দেয়াল তৈরির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বাইডেন প্রশাসন জানায়, অভিবাসনপ্রত্যাশীদের অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় তা ঠেকানোর উদ্যোগ হিসেবে টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এই দেয়াল নির্মাণ করা হবে। মেক্সিকো সীমান্তের স্টার কাউন্টি এলাকায় প্রায় ২০ মাইল দেয়াল নির্মাণ করা হবে বলে খবরে বলা হয়েছে।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত পদক্ষেপ ছিল। তখন বিরোধী ডেমোক্র্যাটরা সীমান্তে দেয়াল নির্মাণের তীব্র বিরোধিতা করেছিল। ২০২০ সালে জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে আর ১ ফুটও দেয়াল নির্মাণ করা হবে না। কিন্তু নিজের দেয়া প্রতিশ্রুতি রাখতে পারলেন না তিনি। অভিবাসনপ্রত্যাশীদের ঢল প্রেসিডেন্টের জন্য ঝুঁকিপূর্ণ ইস্যু হয়ে ওঠায় বাইডেনও হাঁটলেন তার পূর্বসূরির পথে।

সরকারি তথ্য অনুসারে, চলতি বছর এখন পর্যন্ত ২ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ অনুপ্রবেশ করেছে। সেপ্টেম্বরে এই সংখ্যা সর্বোচ্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একাধিক মার্কিন শহরে এই অনুপ্রবেশের প্রভাব পড়ছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply