গতকাল ভারি বৃষ্টি, জলাবদ্ধতায় রাজধানীবাসীর বেশ ভোগান্তি হয়েছে। আজ শুক্রবারও (৬ অক্টোবর) সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের তিন সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় সাগর কিছুটা উত্তাল রয়েছে। যে কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাগরের নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে আর কয়েক দিনের মধ্যে বিদায় নিতে শুরু করবে। দেশের ভেতরেও একটি স্থল নিম্নচাপ ছিল। এ দুটির প্রভাব একসঙ্গে মিশে বৃষ্টিপাত বাড়িয়ে দিয়েছে।
এছাড়া, আজও রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টির তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
/এএম
Leave a reply