মুন্সিগঞ্জ করেসপনডেন্ট:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিপন্নপ্রায় মিঠা পানির গাঙ্গেয় ডলফিন (শুশুক)। এটির ওজন প্রায় ৫০ কেজি।
শুক্রবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার হাসাইল এলাকা সংলগ্ন নদীতে মাছ ধরার সময় স্থানীয় এক জেলের জালে ধরা পড়ে সাড়ে ৩ ফুট দৈর্ঘ্যের এই স্তন্যপায়ী প্রাণীটি। পরে প্রাণীটিকে নদী তীরবর্তী হাসাইল ঘাটে নিলে এটি দেখতে শত শত মানুষ ভীড় জমায়। পরবর্তীতে ডলফিনটিকে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে দাবি করেছে ওই জেলে।
এলাকাবাসী জানায়, ভরা বর্ষায় পদ্মা নদীতে প্রতিদিনই বিপন্নপ্রায় মিঠাপানির গাঙ্গেয় ডলফিনকে নদীতে ঝাঁপাঝাঁপি করতে দেখা যায়। কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পড়ে।
জেলে দাদন বলেন, প্রতিদিনের মতো আজকেও নদীতে মাছ ধরতে যাই। ভোরে জাল ওঠানোর সময় বিশাল বড় মাছ আটকা পড়েছে ভেবে খুশি হয়ে সকলে আস্তে ধীরে জাল টানতে থাকি। একপর্যায়ে দেখি এটি মাছ না শুশুক। এটি দেখতে আশে পাশের অনেক লোক জমায়েত হয়। পরে শুশুকটিকে (ডলফিন) নদীতে ফেলে দেয়া হয়েছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলার বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বর্ষায় নদীতে পানি বাড়লে প্রায়ই শুশুকের দেখা মিলে। শুশুক ধরা পড়ার বিষয়টি শুনেছি। পরে এটিকে কী করেছে জানি না। তবে পরবর্তীতে আমরা স্থানীয় চেয়ারম্যানকে নিয়ে আলোচনাসভা করে সকল জেলেদের বলে দিবো যাতে তারা এ জাতীয় প্রাণী ধরা পড়লে তাৎক্ষণিক অবমুক্ত করে দেয়।
/আরএইচ/এটিএম
Leave a reply