বিশ্বকাপে ‘বুড়ো’ অধিনায়ক সাকিব, বয়স্কদের দল ইংল্যান্ড, তরুণতম আফগানিস্তান

|

ছবি: সংগৃহীত

শুরু হয়ে গেছে ক্রিকেটের সব থেকে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের ১৩তম এই আসরে দশ দলের মধ্যে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক বাংলাদেশের সাকিব আল হাসান। আর বিশ্বকাপের সবচেয়ে বেশি গড় বয়স ইংল্যান্ড দলের। গড়ে সবচেয়ে কম বয়স আফগানিস্তান ক্রিকেট দলের।

বয়সের সংখ্যাতত্ত্বে সবার ওপরে থাকা টাইগার অধিনায়কের বয়স ৩৬ বছর ১৮৫ দিন। এবারের আসরের ১০ দলের অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি বয়স নিয়ে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ বছর ১২৭ দিন বয়স নিয়ে ভারতের নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। বয়সের দিক থেকে সাকিবের থেকে ৫৮ দিনের ছোট রোহিত।

এদিকে, চলতি আসরে সবচেয়ে বেশি গড় বয়স নিয়ে খেলা দলটির নাম ইংল্যান্ড। যেখানে বর্তমান চ্যাম্পিয়নদের বয়সের গড় ৩১.৬৯। আর সবচেয়ে কম গড় বয়স নিয়ে বিশ্বকাপ মাতাবে আফগানিস্তান। তাদের খেলোয়াড়দের বয়সের গড় ২৪.৯২।

৩৫ বছর বা তার বেশি বয়সী একাধিক খেলোয়াড় রয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড দলে। টাইগারদের মধ্যে ৩৫’এর ওপরে সাকিবসহ আছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। বিপরীতে ইংলিশদের মধ্যে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে আছেন ডেভিড মালান, মঈন আলী ও আদিল রশিদ।

তবে এই বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় নেদারল্যান্ডসের। ডাচদের দু’জন খেলোয়াড়ের বয়স ৩৮ বছরের বেশি। সবচেয়ে বেশি ৩৯ বছর ১২৫ দিন বয়স ওয়েসলি বারেসির।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply