বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে ফিলিপাইন। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সুপার টাইফুন মাংখুৎ। বর্তমানে তীব্র শক্তিতে হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুনটি।
মার্কিন নৌ-বাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ঝড়টির ঘূর্ণনবলয় প্রায় ৯শ’ কিলোমিটার পর্যন্ত। যার মধ্যে পড়ছে লুজন প্রদেশের উত্তর ও মধ্যাঞ্চল। ঝড়টির প্রভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২শ’ কিলোমিটার।
আশঙ্কা করা হচ্ছে, ঝড়ের প্রভাবে অঞ্চলটিতে সমুদ্রের পানির উচ্চতা ২০ ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। ঝড়ে সরাসরি ঝুঁকিতে রয়েছে ৫০ লাখের বেশি বাসিন্দা। নিরাপদ আশ্রয়ে সরে যেতে পেরেছে মাত্র ৩০ হাজার মানুষ। বেশ ক’টি প্রদেশে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। বন্ধ রয়েছে নৌ ও বিমান চলাচল। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত দেশটির সেনাবাহিনীও।
যমুনা অনলাইন: কেআর
Leave a reply