টঙ্গীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেফতার

|

গাজীপুরের টঙ্গীতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী লিটন মিয়াকে (৪০) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, মৃতের নাম সাফিয়া আক্তার (৩৬)। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সাচাইল গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে। সাফিয়া পাগাড় এলাকার জনৈক আলবাট হাওলাদারের ভাড়া বাড়িতে স্বামী লিটন মিয়ার সাথে বাস করে আসছিল। ঘটনার পর পুলিশ মৃত সাফিয়ার স্বামী লিটন মিয়াকে গ্রেফতার করেছে। সুফিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লিটন পেশায় একজন রিকশা চালক।

পুলিশ জানায়, নিহত সাফিয়া পেশায় একজন পোশাক শ্রমিক। দুইজনের আয়ে তাদের সংসার চলতো। আর সংসারের নানা টানাপোড়ন নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। বৃহস্পতিবার রাতেও ফের ঝগড়া হয়। এরই কিছুক্ষণ পর সুফিয়ার স্বামী লিটন মিয়া সুফিয়াকে শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে পালিয়ে যায়।

পরে ভোরে সুফিয়ার ভাই ওই ভাড়া বাড়িতে এসে পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাফিয়ার ভাই এনামুল হক বলেন, গভীর রাতে আমার দুলাভাই (লিটন মিয়া) ভাগ্নি উষা মনির অসুস্থতার কথা বলে ফোন করে ডাকেন। পরে ভোরে তাদের বাসায় গিয়ে আমার বোনের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই। পুলিশ লিটন মিয়াকে গ্রেফতার করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply