আলু-পেঁয়াজ-ডিমের দাম বেঁধে দেয়ার পরও টার্গেট অর্জিত হয়নি: বাণিজ্যমন্ত্রী

|

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দেয়া হলেও টার্গেট অর্জন করা সম্ভব হয়নি। শুক্রবার ( ৬ অক্টোবর) বিকেলে রংপুর মহানগরীর চিকলি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। কিন্তু যে দাম নির্ধারণ করা হয়েছিলো, তা এখনও অর্জন করা সম্ভব হয় নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ডলার সংকট থাকলেও পণ্য আমদানিতে সমস্যা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, আমদানি ব্যয় বেড়েছে। আমদানি করলে তো ব্যয় বাড়বেই। রফতানিও ১০ শতাংশ বেড়েছে। রফতানি আয় যতেষ্ট ভালো আছে। আমাদের যে সমস্যা হয়েছে, সেটা হলো রেমিট্যান্স কম এসেছে গতমাসে। তবে রফতানি ভালো থাকায় কোনো সমস্যা হবে না।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply