ইরানে হিজাব ইস্যুতে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরীর মাকে দেশটির নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) এমন অভিযোগ করেছে দেশটির একটি মানবাধিকার সংগঠন। খবর রয়টার্সের।
মানবাধিকার সংগঠনটির দাবি- একদিন আগেই গ্রেফতার করা হয়েছে শাহীন আহমাদী নামের ওই নারীকে। তবে এ দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেনি সংগঠনটি।
অন্যদিকে, কিশোরীর মাকে গ্রেফতারের কথা সরাসরি অস্বীকার করেছে ইরানের প্রশাসন। দেশটির প্রশাসন বলছে, এটি গুজব। সরকার বিরোধীরা এমন গুজব ছড়াচ্ছে।
এর আগে গত রোববার মেট্রোরেলে ওঠার পর আকস্মিক অসুস্থ হয়ে পড়েন ১৬ বছর বয়সী কিশোরী আরমিতা জেরাভান্দ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ট্রেন থেকে বের করে প্ল্যাটফর্মে রাখছেন তার বন্ধুরা। অভিযোগ রয়েছে- হিজাব আইন ভঙ্গের কারণে তার মাথায় আঘাত করা হয়েছিলো।
/এনকে
Leave a reply