মেঘনায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি; ৪ শিশুসহ নিখোঁজ ৫

|

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চরহোগলা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ৭জন সাঁতরে তীরে উঠতে পারলেও শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও নিখোঁজ রয়েছে চার শিশুসহ পাচঁজন। শনিবার (৭ অক্টোবর) সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার ছুটির দিনে আত্মীয়রা মিলে বের হয়েছিলেন আনন্দ ভ্রমণের জন্য। তারা গজারিয়া থেকে ট্রলারে করে চরকিশোরগঞ্জে যান। সন্ধ্যায় ফেরার পথে নদীতে অবৈধভাবে চলাচল করা বাল্কহেডের ধাক্কায় ১২জন যাত্রী ও চালকসহ ডুবে যায় ট্রলারটি। স্থানীয়দের সহায়তায় ৭ জন সাঁতরে তীরে উঠতে পারলেও, নিখোঁজ হয় ৪শিশুসহ ৬জন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনিরুজ্জামান খোকন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস এবং নৌ-পুলিশ। বৈরি আবহাওয়ায় উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। তবে, সকাল থেকে উদ্ধার তৎপরতা চালানোর কথা জানান এই কর্মকর্তা।

উদ্ধার কার্যক্রম পরিদর্শনে এসে জেলা প্রশাসক আবু জাফর রিপন অবৈধ বাল্কহেড চলাচল কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply