ইটের জবাবে পাটকেল, রাশিয়ার ২ কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র

|

আবারও উত্তপ্ত রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক। এবার রাশিয়ার দুজন কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৭ দিনের মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। ওই দুই রুশ কূটনীতিকের পরিচয় প্রকাশ করেনি ওয়াশিংটন। খবর এপির।

কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিকে বহিষ্কারের ঘোষণা দেয় মস্কো। কূটনৈতিক বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেয়া হয়। ওই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) এ ব্যাপারে এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাশিয়া যেভাবে কূটনীতিকদের হয়রানি করছে তা যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না। তিনি বলেন, আমাদের দূতাবাসের কর্মীদের যেভাবে হেনস্থা করা হয়েছে। তা অগ্রহণযোগ্য। মস্কোকে এর পরণতি ভোগ করতে হবে।

এর আগে গেল মাসে রুশ পররাষ্ট্র দফতর দুই মার্কিন কূটনীতিককে অবৈধ কার্যকলাপের দায়ে অভিযুক্ত করে। এর জেরে তাদের গ্রেফতার পর্যন্ত করা হয়। বলা হয়, তারা রবার্ট সোনোভ নামের এক সাবেক কন্স্যুলেট কর্মীর সাথে যোগাযোগ করছে। যার বিরুদ্ধে রাশিয়ার সামরিক তথ্য চুরির অভিযোগ রয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply