সবার সহযোগিতা ছাড়া অংশগ্রহণমূলক ভোট করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের সহায়তার প্রয়োজন।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে সভার শুরুতে একথা জানান তিনি। এ সময় আসছে উপ-নির্বাচন সম্পর্কে সিইসি বলেন, কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় দরকার বলেও মনে করেন তিনি।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশনের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। এ মতবিনিময় সভায় জেলা ও বিভাগ পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।
এটিএম/
Leave a reply