গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় এক কিশোরসহ ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার গাজা সীমান্তে ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার আন্দোলনে চালানো হামলায় আহত হয় অন্তত ২৪৮ জন।
প্রায় ১৩ হাজার ফিলিস্তিনি অংশ নেয় শুক্রবারের এই আন্দোলনে। ইসরায়েলি সেনাদের দাবি, নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তাদের লক্ষ্য করে পাথর, গ্রেনেড ও আগুনের গোলা নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এতে আহত হয় এক ইসরায়েলি সেনা। ফলে পাল্টা হামলা চালাতে বাধ্য হয় সেনারা।
তবে ফিলিস্তিনিদের দাবি অনেকে ইট-পাটকেল ছুড়লেও সেগুলো নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বেশিদূর যেতে পারেনি। মাতৃভূমিতে ফেরার অধিকার ফিরে পেতে চলতি বছরের মার্চে “গ্রেট মার্চ ফর রিটার্ন” কর্মসূচি শুরু করে ফিলিস্তিনিরা। যাতে এখন পর্যন্ত ১৭৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৭ হাজার।
Leave a reply