টাইগারদের সমর্থন দিতে ধরমশালায় ‘মুশফিকের বাবা’

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক বাংলাদেশ ওয়ানডে দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিমের বাবা। ধরমশালায় অনুষ্ঠিত বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচে গ্যালারি থেকেই দলকে উৎসাহ দেন মুশফিকের বাবা মাহবুব হাবিব।

ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে লড়াই করছে টাইগাররা। টাইগার সমর্থকেরা বরাবরের মতোই উৎসাহ জুগিয়েছেন সাকিব-মিরাজদের। সেই উৎসাহেই কিনা আফগানদের ১৫৬ রানেই গুটিয়ে দিয়েছে টাইগাররা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

সচারচর দেশের মাটিতে খেলা হলে গ্যালারিতে মুশফিকুর রহিমের বাবাকে দেখা যায়। তবে এবার খেলা হচ্ছে ভারতের মাটিতে। এক-তৃতীয়াংশ দর্শক নিয়েই চলে আফগান-বাংলাদেশ লড়াই। তবে সেখানেও বাংলাদেশ দলকে উৎসাহ দিতে চলে গেছেন মুশফিকুর রহিমের বাবা। এছাড়া গত বিশ্বকাপে ইংল্যান্ডের মাঠে বসেও বাংলাদেশের খেলা দেখেছিলেন তিনি। তাই তার উপস্থিতিতে কিছুটা হলেও উদ্দীপনা পাবে টাইগাররা।

শেষ পর্যন্ত, আফগানদের ৬ উইকেটে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে টাইগাররা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply