চীনে পুরাতন বাটি বিক্রি হলো ৩৮ মিলিয়ন ডলারে

|

চীনে ৯০০ বছরের পুরাতন একটি বাটি বিক্রি হলো ৩৮ মিলিয়ন ডলারে। এই বিক্রি নতুন রেকর্ড তৈরী করেছে। বাটিটি চীনের চুং রাজবংশের সময়কালের (৯৬০-১১২৭)। এর আগে এরকম একটি বাটি ২০১২ সালে ২৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়। আর ১৯৪০ সাল থেকে এরকম মোট ৬টি বাটি বিক্রি হয়েছে।

আর শিল্পের দিক থেকে এই সবুজ-নীল রঙের ‘ব্রাশ ওয়াশার’ বাটিটি খুবই গুরুত্বপূর্ণ ও দুর্লভ। এই চীনা মাটির বাটিটি প্রাচীন চীনে তুলি ও ক্যালিগ্রাফি পরিষ্কার কাজে ব্যবহৃত হতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply