যুক্তরাষ্ট্রের একটি কথিত ফিউনারেল হোম থেকে কমপক্ষে ১১৫টি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ‘রিটার্ন টু নেচার’ নামের এই বাড়িটি টাকার বিনিময়ে সম্পন্ন করতো মানুষের আন্তেষ্টিক্রিয়া। তবে সেখান থেকেই শেষকৃত্য সম্পন্ন না হওয়া ১১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।
মূলত, গত কয়েকদিন ধরেই বাড়িটির আশপাশে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। খবর পেয়ে পুলিশ বাড়িটির ভেতরে পরিদর্শন করে। আর তাতেই চোখে পড়ে লাশের স্তুপ। যেগুলোকে নির্দিষ্ট সময়ে নির্ধারিত উপায়ে সমাহিত করা কথিত ঐ ফিউনারেল হোমের কাজ ছিল। সঠিকভাবে তা করা না হওয়ায় পঁচতে শুরু করেছিল লাশগুলো।
বাড়িটিতে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা নিশ্চিত হতে তদন্ত চলছে। তদন্তে সহযোগিতা করতে সম্মত হয়েছেন সংগঠনটির মালিক জন হলফোর্ড। এ ঘটনাকে একইসাথে ভয়ংকর ও দুঃখজনক বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ।
এসজেড/
Leave a reply