চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ২০ হাজার কোটি ডলারের পণ্যের ওপর নতুনভাবে শুল্কারোপের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো জানায় গত বৃহস্পতিবারই চূড়ান্ত হয় সিদ্ধান্ত। যা আগামী সপ্তাহের মধ্যে কার্যকর হবে। শোনা যাচ্ছে, ইলেকট্রনিকস পণ্য, যন্ত্রাংশ এবং হ্যান্ডব্যাগের মতো নিত্যপণ্যের ওপর পড়তে পারে খড়গ।
শুল্কারোপের বিষয়ে প্রেসিডেন্টের এই সবুজ সংকেত এরইমাঝে পুঁজিবাজারে প্রভাব ফেলেছে। ডলারের বিপরীতে কিছুটা দরপতন ঘটেছে চীনা মুদ্রা- ইয়েনের। এছাড়া, মার্কিন বাজারে কমেছে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দেন শিগগিরই চীনের ওপর শুল্ক এবং আমদানিকৃত পণ্যের ওপর বাড়তি করারোপ করতে যাচ্ছে তার প্রশাসন। কার্যকর হলে এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো চীনের ওপর শুল্কারোপ করবে যুক্তরাষ্ট্র।
Leave a reply