কানাডায় বিমান দুর্ঘটনায় ভারতীয় দুই পাইলটের মৃত্যু

|

কানাডার চিলিওয়াক ব্রিটিশ কলম্বিয়ার এলাকায় বিমান দুর্ঘটনায় ভারতের দুই শিক্ষানবীশ পাইলটসহ তিনজনের মৃত্যু হয়েছে। রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বিষয়টি জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

নিহত পাইলটরা হলেন, অভয় গাদরু ও যশ বিজয় রামুগাড়ে। তারা ভারতের মুম্বাই থেকে কানাডাতে গিয়েছিলেন।

রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, ভারতীয় সময় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তারা জানতে পারে একটি ছোট ও হালকা বিমান ভেঙে পড়েছে। বিমানটি পাইপার (পিএ-৩৪ সেনেকা) মডেলের ছিল। তবে কেনো বিমানটি ভেঙে পড়েছে তার কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। দুর্ঘটনায় স্থানীয় নাগরিকদের কোনো ক্ষতি হয়নি বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

হেইলি মরিস নামে এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি দেখলাম একটা প্লেন নিচের দিকে নেমে আসছে। এরপর ছুটতে শুরু করি। কিছুক্ষণ পড়েই দেখি রাস্তার ওপাশে জঙ্গলে গিয়ে ধাক্কা খেয়েছে বিমানটি।

/আরএইচ/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply