বাংলাদেশের নির্বাচন নিয়ে জাপানের তেমন আগ্রহ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

|

পশ্চিমা দুয়েকটি দেশের মতো বাংলাদেশের নির্বাচন নিয়ে জাপানের তেমন আগ্রহ নেই, এ কথা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের সংসদ বিষয়ক উপমন্ত্রী কমুরা মাসাহিরো। বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের বড় বড় প্রকল্প যেগুলো জাপানি সহায়তায় নির্মাণ হচ্ছে, সেগুলোর দ্রুত বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রকল্পে জাপানের সহায়তার বিষয়েও আলোচনা চলে।

এ সময় জাপানি উপমন্ত্রী কমুরা মাসাহিরো বলেন, বাংলাদেশে বিনিয়োগ করতে জাপান সরকার এবং ব্যবসায়ীরা সবসময় উদ্যোগী। রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের সাথে সমস্যা সমাধানে সহায়তা অব্যাহত থাকবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply