ক্রিকেটের সবথেকে বড় আসর ওয়ানডে বিশ্বকাপের চতুর্থ দিনের পঞ্চম ম্যাচে আজ মাঠে নামছে স্বাগতিক ভারত। এই ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সাধারণত উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক দলের খেলা থাকলেও এবার ভারত মাঠে নামছে বিশ্বকাপের চার ম্যাচ পরে।
রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে এম এ চিদম্বরাম স্টেডিয়ামে পরাক্রমশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।
বরাবরই ভারত-অস্ট্রেলিয়া লড়াই মাঠে কিংবা মাঠের বাহিরে বেশ উত্তেজনা ছড়ায়। এবারও যে ঝাঁঝ কম হবে না, তা নিশ্চিত। তবে খানিকটা বাড়তি চাপ রয়েছে অধিনায়ক রোহিত শর্মা। দেশের মাটিতে ১২ বছর পর বিশ্বকাপ। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তাছাড়া এই ম্যাচে দেখা যাবেনা ফর্মের তুঙ্গে থাকা ওপেনার শুভমান গিলকে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় প্রথম কয়েকটি ম্যাচ মিস করবেন তিনি।
অবশ্য বিশ্বকাপের সপ্তাহ খানেক আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। যদিও শেষ ম্যাচটি জিতে নিয়েছে অস্ট্রেলিয়াই। তবে অস্ট্রেলিয়া দল বরাবরই ভয়ংকর। ভারতের মাঠেও তারা বেশ সফল একটা দল। শেষ সিরিজে হারলেও নিজেদের পরিবর্তন করতে বেশিক্ষণ সময় লাগবে না অজিদের। তাছাড়া প্রস্তুতি ম্যাচেও পাকিস্তানকে হারানোর স্বাদ পেয়েছে তারা।
উল্লেখ্য, আজ এই দুই দলের ১৫০তম ম্যাচ। এর আগের ১৪৯ ম্যাচের হিসেবে আধিপত্য অস্ট্রেলিয়ারই। ৮৩ ম্যাচে জিতেছে অজিরা। বিপরীতে ভারত জিতেছে ৫৬ ম্যাচে। ফলাফল আসেনি ৯ বার। এমনকি ভারতের মাটিতেও ভারতের চেয়ে বেশী জয় অস্ট্রেলিয়ার। ৭০ বারের দেখায় ৩৩ বার বিজয়ের হাসি হেসেছে অস্ট্রেলিয়া। বিপরীতে ৩২ জয় ভারতের। ফলাফল আসেনি ৫ ম্যাচে।
/এমএইচ
Leave a reply