হামাসের অভিযানকে সন্ত্রাসী হামলা বললেন জেলেনস্কি

|

ইসরায়েলে হামাসের অভিযানকে সন্ত্রাসী হামলা অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শনিবার (৭ অক্টোবর) এক ভিডিও বার্তায় বলেন, ইউক্রেনের মতোই ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। শনিবারের নজিবিহীন হামলার তীব্র নিন্দা জানিয়ে বিশ্বনেতাদের ইসরায়েলের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, ইসরায়েলে হামাসের হামলা নিশ্চিতভাবেই একটি সন্ত্রাসী হামলা। যখন এই ধরনের সন্ত্রাসী হামলা হয়, তখন যারা জীবনের মূল্য দেয় তাদের সবাইকে একত্রিত হয়ে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো উচিত।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, তেলআবিবে যা ঘটেছে তার প্রতি ইউক্রেন বিশেষভাবে সহানুভূতিশীল। ইসরায়েলের আকাশে হাজার হাজার রকেট উড়েছে, রাস্তায-ঘাটে মারা গেছে দুই শতাধিক মানুষ। জিম্মি করা হয়েছে নিরীহ মানুষকে। দুর্ভাগ্যবশত, ইউক্রেনের অবস্থাও একই।

তিনি আরও বলেন, আমাদের অবস্থান একেবারে পরিষ্কার: বিশ্বের কোথাও সন্ত্রাসবাদের জায়গা নেই। যারা সন্ত্রাসবাদ করবে ইউক্রেন তাদের বিরোধিতা করবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply