বার্নলির মাঠে চেলসির গোল উৎসব

|

ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে চেলসি। শনিবার (অক্টোবর) রাতে বার্নলির মাঠ টার্ফ মুরে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বড় জয় পায় পচেত্তিনোর শিষ্যরা।

বার্নলির আতিথ্য নেবার ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে চেলসি। ১৫ মিনিটে উইলসন ওডোবার্টের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৪২ মিনিটে আমিন আল দাখিলের আত্মঘাতী গোলে সমতায় ফেরে চেলসি। রাহিম স্টারলিংয়ের শট বার্নলি লেফট ব্যাকের গায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দু্ই দল।

বিরতির পর নেমে শুরুতেই পেনাল্টি পায় চেলসি। ৫০ মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে চেলসিকে এগিয়ে দেন পালমার। ৬৫ মিনিটে চেলসি ফরোয়ার্ড রাহিম স্টারলিংও নাম তোলেন স্কোরশিটে। আর ৭৪ মিনিটে স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন গোলের হালি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের পর জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুরা।

লিগে টানা তিন ম্যাচ জয়হীন থাকার গত সোমবার ফুলহ্যামের মাঠে ২-০ ব্যবধানের জয় পায় চেলসি। এবার বার্নলিকে গোলবন্যায় ভাসালো ব্লুরা। যেটি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে কোচ পচেত্তিনোকে। এই জয়ে আবারও লিগ টেবিলের ১১ নম্বরে উঠে এসেছে চেলসি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৮ ম্যাচে তিন জয়, দুই ড্র ও তিন হারে ১১ পয়েন্ট চেলসির।

এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply