৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন পগবা

|

ছবি: সংগৃহীত

ডোপ টেস্টে আবারও পজেটিভ এসেছে য়্যুভেন্টাসের মিডফিল্ডার পল পগবার। প্রথমবার পজেটিভ আসার পর ‘বি’ নমুনার পরীক্ষাতেও ভালো রিপোর্ট আসেনি তার। ডোপ নেয়ার অভিযোগ প্রমাণিত হলে ২ থেকে ৪ বছরের জন্য তিনি নিষিদ্ধ হতে পারেন এই ফরাসি তারকা।

গত ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় য়্যুভেন্টাস। সেই ম্যাচে বেঞ্চে থাকলেও মাঠে নামা হয়নি পগবার। পরে দৈবচয়ন ভিত্তিতে ডোপ টেস্টের অংশ হিসেবে পগবার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে উচ্চমাত্রার টেসটো-স্টেরোন হরমোনের উপস্থিতি পাওয়া যায়। ফলে সাময়িকভাবে বরখাস্ত করা হয় হয়েছিলো ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে।

উল্লেখ্য, টেসটো-স্টেরোন এমন এক হরমোন যেটি অ্যাথলেটদের শক্তিবর্ধন করে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply